ads

শিক্ষার্থীরা রাস্তায় যা যা করছে: নিরাপাদ সড়ক চাই We want Justice


১।
*সব গাড়ি চেক করছে, লাইসেন্স থাকলে চকলেট দিচ্ছে। না থাকলে চাবি নিয়ে নিচ্ছে। পুলিশ বাধা দিতে আসলে গোলাপ ফুল দিচ্ছে!
২।
*পুলিশের ড্রাইভিং লাইন্সেন চেক করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা! ধরা খাওয়া ট্রাফিক পুলিশ নিজেই নিজের নামে মামলা দিতে বাধ্য হচ্ছে। ঠ্যালার নাম আব্বাজান!
৩।
*পুলিশের ডিআইজি সাহেব ধরা। লাইন্সেন্স নাই ডিআইজির গাড়ি। মেয়াদ চলে গেছে ৩ বছর আগে। জানেন না গাড়ির ড্রাইভার। এইবার হাইট্যা যা, খাইট্টা খা!
৪।
*ধানমন্ডি ১৫তে জাতীয় পার্টির এমপি ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ড্রাইভারের লাইসেন্স না থাকায় গাড়ি থেকে নেমে গেলেন!
৫।
*মন্ত্রী তোফায়েল আহমেদ রংরুট ব্যবহার করতে গিয়ে ছাত্রদের হাতে ধরা খেলেন। ভুল পথ পরিহার করে সঠিক রাস্তায় ফিরে যাওয়ার ক্যাপসুল দেওয়া হল তাকে।
৬।
*রংপুরে শিক্ষার্থীরা দুদকের গাড়ি আটকিয়ে লাইসেন্স চাইলো । কিন্তু লাইসেন্স দেখাতে পারলো না দুদক।
৭।
*কাটাবন মোড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি এবং বিচারপতির গাড়ি আটকে দেয়া হয়েছে লাইসেন্স না থাকায়। গাড়ির গায়ে কালার স্প্রে করে লিখে দিছে,"প্রধানমন্ত্রী, লাইসেন্স কোথায়?"
৮।
*ঢাকার রাজপথে ইমারজেন্সি লেন। ইতিহাস সৃষ্টি করল ছাত্ররা।
ইমার্জেন্সি লেন দিয়ে এ্যাম্বুলেন্স যাচ্ছে... এটা পাশ্চত্য নয়..এমন দৃশ্য কল্পনা নয়..বাংলাদেশেই সত্যি..আগামীর তারুণ্যর উপরে ভরসা করাই যায়... দেশে প্রথম অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন তৈরি হল।
৯।
*ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে। মায়েরা ছাতা নিয়ে আসছে। বাটি ভরে খিচুড়ি নিয়ে আসছে। খিচুড়ি ও চিপস খাওয়াচ্ছে। পাশে দাঁড়িয়ে সমর্থন দিয়ে যাচ্ছে। এইসব দৃশ্য দেখে চোখে জল আসে, মন ভালবাসায় সিক্ত হয় বারবার।
১০।
*জলাবদ্ধ রাস্তার জল সরিয়ে ইট বিছিয়ে দিচ্ছে। ঝাড়ু হাতে রাস্তায় নেমে ভাঙা কাচ, ইট সুরকি সরিয়ে দিচ্ছে।
১১।
*অসুস্থ রিকশা যাত্রী যাতে নিরাপদে গন্ত্যবে পৌঁছাতে পারে তার জন্য রাস্তা ছেড়ে দিয়ে পায়ে পায়ে এগিয়ে দিয়ে আসছে, ছাত্ররা!
১২।
*স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ির লাইসেন্স নাই। বাচ্চারা সুন্দর করে শীল-ছাপ্পা মাইরা দিছে,"নিরাপদ সড়ক দে, নইলে গদি ছাইড়া দে!"
১৩।
*হেলমেট না থাকায় বাইকওয়ালা পুলিশের ১০০টাকা জরিমানা করেছে শিক্ষার্থীরা। পিঠের উপরে লিখে দিয়েছে 'ভুয়া'।
১৪।
*ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রথম এক লেনে রিকশা, নো ওভারটেকিং! সাইন্স ল্যাবের মোড়ে বিজিবির লাইসেন্স বিহীন গাড়ি আটকে দিয়েছে ছাত্ররা।
১৫।
*লাইসেন্স দেখাতে না পারায় পুলিশের গাড়ির সামনে-পেছনে-ডানে-বামে মার্কার দিয়ে লিখে দিয়েছে, 'ঘুষখোর' 'লাইসেন্স নাই!
Share on Google Plus

About Vesuvius

Thanks you very much for read my POST. What you want, What you like, Which page is you like so much, Please tell me, I am waiting for your sweet response. Thanks Again.

0 comments:

Post a Comment

Thanks you Visit Awesome Raja.
www.awesomeraja.ml
classicalsujon@gmail.com