আগের চাকরিটা কেন ছেড়েছেন এই ধরনের প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রেও আপনাকে বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হবে। দুই একটি কৌশল আপনাদের জন্য তুলে ধরলাম।
- এই প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে কখনো কাউকে দোষ দিবেন না বা আগের অফিস এর কোনো খারাপ বলবেন না। বরং বলুন যে উন্নতি করার চেষ্টা বা ভালো সুযোগের জন্য চাকরি ছাড়ছেন।
- স্যার আমার আগের চাকরিটাতেও সুযোগ সুবিধা কমছিলনা । তবে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি এখানে কাজের সুযোগ ওখানকার চেয়ে একটু বেশি। সেজন্যিই এটাতে আসতে চাচ্ছি।
- আমার প্রাতিষ্ঠানিক দক্ষতা ও পেশাগত যোগ্যতা বৃদ্ধির করার জন্য আমি আরও ভালো সুযোগ খুঁজছি তাই।
- আমার বিবেচনায় আমার জন্য এবং ক্যারিয়ারের জন্য এ চাকুরী বর্তমান চাকুরী হতে আকর্ষনীয় এবং প্রয়োজনীয়। তাই একটা সুযোগ নিচ্ছি।
- একজনকে দুই তিন ধরনের কাজ করতে হত। কিন্তু আমি চাচ্ছি একটি বিষয়ে এক্সপার্ট হতে তাই আগের চাকরিটা ছাড়ালাম।
- কোম্পানি অফিস শিফট করেছে। আমার মেয়ে এখানে স্কুলে ভর্তি/ পরিবার ওখানে যেতে চাচ্ছে না এই জন্য।
আগের চাকরিটা কেন ছেড়েছেন এই ধরনের প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রেও আপনাকে বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হবে। দুই একটি কৌশল আপনাদের জন্য তুলে ধরলাম।