ads

Sei Din Gulo সেই দিন গুলো

Image result for sei dun gulo by sujon
সেই দিন গুলো
---------------------
ক্ষমতায় বাম ছিল,

মিছিলে স্লোগান ছিল,

বয়সটা কম ছিল,

রানারের গান ছিল,

দূরদর্শন এসে  ছিল,

ভোরের আজান ছিল,

বাপ্পার শিস ছিল,

গলাসাধা তান ছিল,

কাঞ্চনফুল ছিল,

বচ্চন চুল ছিল,

মিঠুনের ডান্স ছিল,

হল্যান্ডে হান্স ছিল,

আর মারাদোনা ছিল,

কপিলের গোলা ছিল,

প্লাতিনির ডজ ছিল,

হ্যান্ড্স্ অফ গড ছিল,
'ময়দানে ঘাস ছিল,

কৃশানু-বিকাশ ছিল,

চিমার ফ্রিকিক ছিল,

হেডে জামশিদ ছিল,

হকি লিগে দর ছিল,

কাগজে খবর ছিল,

বৈশাখী ঝড় ছিল,

পেত্নীর বর ছিল,

কাদামাখা মাঠ ছিল,

জানলায় চাঁদ ছিল,

ঝলসানো রুটি ছিল,

ক্যারামের ঘুঁটি ছিল,

কানামাছি  খেলা ছিল,
সানগ্লাসে ‍রেলা ছিল,

আবোলতাবোল ছিল,

বলহরি বোল ছিল,

প্রথম মৃত্যু ছিল,

নিথর শরীর ছিল,

নারীদেহে টান ছিল,

নার্দাই জান ছিল,

ম্যানড্রেকে জাদু ছিল,

গল্পের দাদু ছিল,

বেতালের খুলি ছিল,

একা ব্যাগাডুলি ছিল,

শীতের দুপুর ছিল,

নাপিতের ক্ষুর ছিল,

ক্রিকেটের ম্যাচ ছিল,

টিউশনে ব্যাচ ছিল,

ঘুড়িওড়া ছাদ ছিল,

কিতকিতে লাফ ছিল,

হজমির ঝোঁক ছিল,

আশির দশক ছিল ,

নুন শো'র টান ছিল,

ব্যান্ডের গান ছিল,

দু'টাকার নোট ছিল,

জ্যোতিবাবু ভোট ছিল,

পিসিওর বুথ ছিল,

মনে খুঁতখুঁত ছিল,

সরস্বতী পুজো ছিল,

ঘরে ঘড়া কুঁজো ছিল,

চিঠি দেওয়া প্রেম ছিল,

ভিডিওর গেম ছিল,

পথের পাঁচালি ছিল,

পুরী দিঘা বালি ছিল,

মামাবাড়ি যাওয়া ছিল,

পিকনিকে খাওয়া ছিল,

সব শালা চলে গেল
বয়সটা বেড়ে গেল!!

আর কলকাতা London হতে হতে ভাগার হয়ে গেল ।
Share on Google Plus

About Vesuvius

Thanks you very much for read my POST. What you want, What you like, Which page is you like so much, Please tell me, I am waiting for your sweet response. Thanks Again.

0 comments:

Post a Comment

Thanks you Visit Awesome Raja.
www.awesomeraja.ml
classicalsujon@gmail.com