যারা ৭০-৮০-৯০ দশকের তারা অবশ্যই শশী মালতীর কথা শুনে থাকবে। আমাদের কাছে এই শশী মালতী ছিল শীতের একমাত্র জাদুই সম্বল। এটাই আমাদের কাছে কোল্ড ক্রিম হিসাবে সমাদৃত ছিল। এই শশী মালতীর এমন সুন্দর একটা ঘ্রাণ ছিল যা সত্যিই অসাধারণ ছিল। দাম ছিল ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত। আমরা শীতে ঠোঁতে লাগাতাম। এবং মুখেও লাগাতাম। হাতের তালুতে, পায়ের গোড়ালীতে। এটা অনেকে বাম ভেবে থাকতে পারেন। কিন্তু এটা কোন বাম না। শশী মালতী ফেরীওয়ালাদের কাছে পাওয়া যেত এবং পাড়ার দোকানগুলিতেও পাওয়া যেত। সবচেয়ে বেশী পাওয়া যেত যারা ফেরী করতে আসতো। এসব ফেরীওয়ালাদের কাছে লেইস-ফিতা পাওয়া যেত। তিব্বত স্নো পাওয়া যেত। রং-বেরঙের কাঁচের চুড়ি পাওয়া যেত।শীতে শশী মালতীর আদ্যপান্ত
Subscribe to:
Post Comments
(
Atom
)