ads

বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান bbc best song

    

২০০৬ সালের গোটা মার্চ মাস জুড়ে বিবিসি বাংলার শ্রোতারা তাঁদের বিচারে সেরা যে পাঁচটি গান মনোনয়ন করেছেন, তার ভিত্তিতে বিবিসি বাংলা তৈরী করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকা

এই গানগুলি নিয়ে চোদ্দই এপ্রিল থেকে তেসরা মে ২০০৬ পর্যন্ত বিবিসি বাংলা বিশেষ যে অনুষ্ঠানগুলি প্রচার করেছে সেগুলি শুনতে পাবেন নীচে অডিও বোতামে ক্লিক করে৻ গানগুলি হল ক্রমান্বয়েঃ

১. আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি : রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর

২. মানুষ মানুষের জন্যে : মূল রচনা, সুরকার ও শিল্পী - ভূপেন হাজারিকা; বাংলা রূপান্তর -গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়৻

৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি : গীতিকার - আবদুল গাফফার চৌধুরী; সুরকার - আলতাফ মাহমুদ৻

৪. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই : শিল্পী -মান্না দে;
গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার; সুরকার - সুপর্ণকান্তি ঘোষ৻

৫. এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা : সুরকার - আপেল মাহমুদ; গীতিকার - গোবিন্দ হালদার৻

৬. আমি বাংলায় গান গাই : কথা ও সুর - প্রতুল মুখোপাধ্যায়; শিল্পী - মাহমুদুজ্জামান বাবু

৭. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি : গীতিকার - গোবিন্দ হালদার; সুরকার ও শিল্পী - আপেল মাহমুদ৻

৮. তুমি আজ কতদূরে : শিল্পী - জগন্ময় মিত্র; গীতিকার - প্রণব রায়; সুরকার - সুবল দাসগুপ্ত৻

৯. এক নদী রক্ত পেরিয়ে : গীতিকার ও সুরকার - খান আতাউর রহমান; শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ৻

১০. ধন ধান্য পুষ্প ভরা : গীতিকার ও সুরকার - দ্বিজেন্দ্রলাল রায়৻

১১. মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে : শিল্পী ও সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়; গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার৻

১২. সালাম সালাম হাজার সালাম: শিল্পী - মহম্মদ আবদুল জব্বার; গীতিকার - ফজলে খুদা৻

১৩. জয় বাংলা বাংলার জয় : গীতিকার - মাজহারুল আনোয়ার; সুরকার - আনোয়ার পারভেজ৻

১৪. খাঁচার ভিতর অচিন পাখি : রচনা - লালন শাহ; শিল্পী - ফরিদা পারভিন৻

১৫. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে: শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ; গীতিকার - মাজহারুল আনোয়ার; সুরকার - আনোয়ার পারভেজ৻

১৬. কারার ওই লৌহকপাট : রচনা - কাজী নজরুল ইসলাম৻

১৭. এই পদ্মা এই মেঘনা : শিল্পী - ফরিদা পারভীন; গীতিকার ও সুরকার - আবু জাফর৻

১৮. চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধগগনে বাজে মাদল : রচনা - কাজী নজরুল ইসলাম৻

১৯. একতারা তুই দেশের কথা বল্‌ : শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ; সুরকার - আনোয়ার পারভেজ; গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার৻

২০. তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়: শিল্পী - মহম্মদ আবদুল জব্বার৻

 
 


 
 
Share on Google Plus

About Vesuvius

Thanks you very much for read my POST. What you want, What you like, Which page is you like so much, Please tell me, I am waiting for your sweet response. Thanks Again.

0 comments:

Post a Comment

Thanks you Visit Awesome Raja.
www.awesomeraja.ml
classicalsujon@gmail.com