Courtesy By Prothom Alo
ব্রাজিলকে জিততে হলে যা যা করতে
হবে। হারলেও ২য় রাউন্ডে যাবে। জিতলেও যাবে। আজও এমন কিছু উপহার দিতে পারে গ্রুপ ‘ই’। কারণ, হিসাব মেলাতে না পারলে বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল আজই বিদায় নিতে পারে!প্রথমেই দেখে নেওয়া যাক গ্রুপ ‘ই’র কী অবস্থা
গ্রুপ ‘ই’
পয়েন্ট তালিকা
|
||||||
ম্যাচ
|
জয়
|
ড্র
|
হার
|
গোল
|
পয়েন্ট
|
|
ব্রাজিল
|
২
|
১
|
১
|
০
|
৩/১
|
৪
|
সুইজারল্যান্ড
|
২
|
১
|
১
|
০
|
৩/২
|
৪
|
সার্বিয়া
|
২
|
১
|
০
|
১
|
২/২
|
৩
|
কোস্টারিকা
|
২
|
০
|
০
|
২
|
০/৩
|
০
|
দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ
* ব্রাজিল সার্বিয়াকে হারালে সুইজারল্যান্ডকে সঙ্গী করে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
* জিতলে তো বটেই, সার্বিয়ার সঙ্গে ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে ব্রাজিল।
* দ্বিতীয় রাউন্ডে উঠতে সুইজারল্যান্ডেরও মাত্র ১ পয়েন্ট দরকার।
* ব্রাজিলকে হারালে দ্বিতীয় রাউন্ডে উঠবে সার্বিয়া। ড্র করেও সার্বরা নকআউট পর্বে যেতে পারে, যদি সুইজারল্যান্ড কোস্টারিকার কাছে একাধিক গোলের ব্যবধানে হারে।
* ব্রাজিল যদি সার্বিয়ার কাছে হারে এবং সুইসরা কোস্টারিকা ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট পায়, তাহলে বিদায় নেবেন নেইমাররা।
* ব্রাজিল-সুইজারল্যান্ড দুই দলই হারলে গোল পার্থক্যে কিংবা মোট গোলের হিসাবে নির্ধারিত হবে কারা বাদ পড়বে। এতেও আলাদা করা না গেলে ফেয়ার প্লে পয়েন্ট ও সর্বশেষ আশ্রয় টস।
0 comments:
Post a Comment
Thanks you Visit Awesome Raja.
www.awesomeraja.ml
classicalsujon@gmail.com