উল্কাপাত বা মিটিওর এই বৃষ্টি প্রতিবছরের প্রক্রিয়া। এটি প্রতি বছরের ডিসেম্বরে হয়। কিন্তু এই বছরের ডিসেম্বরে প্রতিটি দেশে, পৃথিবীর প্রত্যকটি কোণা দেখা থেকে দেখা যাবে।
আজ মানে ১৩ ডিসেম্বর তারার ছোটাছুটির বৃষ্টি হতে যাচ্ছে। একে জেমিনিড মিটিওর সাওয়ার ((Geminid Meteor Shower ) বলা হয়। সেই জন্য এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গুগল ডুডল তার পেজ-এ ৭ প্রকার স্টাইলে দেখানো হয়েছে।